Asked Questions
Admission in Japan can be done in 4 sessions per year.
(1) January Sessions
(2) April Sessions
(3) July Sessions
(4) October Sessions
* Minimum HSC Pass/Diploma/Alim/Honours/Masters candidates can also apply.
* IELTS is not required to apply, For Japanese language proficiency, NAT-TEST, JLPT N5 or 180 hours Japanese language course is required.
*Study gap maximum 5 years acceptable.
1. Tokyo Immigration
2. Osaka Immigration
3. Kiyoto Immigration
4. Kobe Immigration
5. Fukuoka Immigration
6. Yokohama Immigration
7. Okinawa Immigration
8. Sapporo Immigration
9. Nagoya Immigration
10. Sendai Immigration
**এছাড়াও আমরা অন্যান্য শহর নিয়েও কাজ করি
Language Course চলাকালীন সময় পড়াশুনার পাশাপাশি সরকার কর্তৃক অনুমোদিত আপনার Part Time চাকুরীর সুযোগ রয়েছে । সপ্তাহে Legally ২৮ ঘন্টা, ১ মাসে ১২০ ঘন্টা পার্ট টাইম জব করা যায়, Holiday এর সময় Full Time কাজ করার সুবিধা রয়েছে।
আমাদের জাপান অফিস হতে কাজের সহযোগিতা করা হয়।
ল্যাঙ্গুয়েজ কোর্স শেষ করার পর যাদের অনার্স/মাস্টার্স করা আছে তারা তাদের ভিসা স্ট্যাটাস ফুলটাইম ওয়ার্ক পারমিট ভিসায় পরিবর্তন করে অধিক আয় করতে পারবেন।
ল্যাঙ্গুয়েজ কোর্স শেষ করার পর যেকোন বিষয়ে আপনি পড়াশুনা করতে পারবেন।
৫ বছর বসবাসের পর নাগরিকত্ত্ব পাওয়া সম্ভব। আবেদনের জন্য কোন ফি নেই।
শর্তাবলী:
(১) এককালীন ৯০ দিনের বেশি জাপানের বাইরে অবস্থান না করা
(২) নিয়মিত ট্যাক্স প্রদান করা
(৩) ইন্স্যুরেন্স
(৪) কোন অবৈধ কাজের সম্পৃক্ত না হওয়া ইত্যাদি।